‘আমরা পশু নই’: সীমান্তে হত্যার পর ট্রাম্পকে উদ্দেশ্য করে গুয়েতেমালার এক পরিবার
আমরা পশু নই। শুধুমাত্র একটি উন্নত দেশ হওয়ার কারণে আমাদের সাথে পশুর মত ব্যবহার করা উচিত নয়।’ কথাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এ কথা বলেন গুয়েতেমালার এক পরিবার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল বাহিনী দ¦ারা ১৯ বছরের এক তরুণী নিহত হলে অনলাইনের এক ভিডিও বার্তায় এভাবেই ক্ষোভ প্রকাশ করে পরিবারটি।
বুুধবার টেক্সাসের দক্ষিণে ১৯ বছর বয়সী ক্লাউডিয়া গোমেজকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সীমান্ত রক্ষাকারী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল। এদিকে, হত্যাকা-টির বিষয়ে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, একদল অবৈধ ভিনগ্রহবাসীর মধ্যে গোমেজও ছিল। এসময় গোমেজকেও ‘অবৈধ ভিনগ্রহবাসী’ হিসেবে আখ্যায়িত করে প্রতিষ্ঠানটি। এর প্রতিবাদে অনলাইনে প্রকাশিত ঐ ভিডিও বার্তাটিতে গোমেজের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘একজন মেয়েকে কেন গুলি করা হল। তোমরা তাকে হত্যা করেছ।’
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
এদিকে এ ঘটনার প্রতিবাদে গুয়েতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, অভিবাসীদের অধিকারের বিষয়টি অবশ্যই সম¥ানের সাথে দেখা উচিত।
এরআগে ১৬ মে অবৈধ অভিবাসীদের জানোয়ার বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসী হিসেবে এমএস-১৩ গ্যাং সম্পর্কে কথা বলার জের ধরেই এসব কথা বলেন তিনি। রয়টার্স