রোজা রেখেই ফুটবল বিশ্বকাপ খেলবেন মোহাম্মদ সালাহ
বিশ্বখ্যাত মিশরি ফুটবলার মোহাম্মদ সালাহ। খেলায় ঝড় তোলার পাশাপাশি বিভিন্ন সময় ধর্মীয় কারণেও আলোচনায় এসেছেন এ খেলোয়াড়। খেলতে যেয়ে তিনি ধর্মীয় আচার আচরণ কিংবা রীতিনীতি পালন তার জন্য নতুন কিছু নয়। এবার আসন্ন ফুটবল বিশ্বকাপেও রোজা রেখেই মাঠে খেলতে নামবেন বলে জানা গেছে।
আরও : মালিতে জঙ্গি হামলায় নিহত ২০
মুহাম্মদ সালাম আগামি সপ্তাহে ইংলিশ লিভারপুলের বিরুদ্ধে নিজ দল রিয়ার মাদ্রিদের হয়ে খেলার জন্য প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে। আর এ প্র্যাকটিস রোজা রেখেই তিনি করে যাচ্ছেন।
বিশ্লেষকরা মনে করছেন, লিভারপুলের সাথে খেলা এবং আসন্ন বিশ্বকাপের খেলায়ও রোজা রাখতে ভুলবেন না মোহাম্মদ সালাহ। স্পেনীয় গণমাধ্যমেও বিষয়টি উঠে এসেছে যে, মোহাম্মদ সালাহ রমজান মাসে বিভিন্ন খেলায় অংশ নিলেও রোজা রাখতে ভুলবেন না। সূত্র: আল আরাবিয়া