বুবলীর নতুন প্রহর
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের অল্প সময়েই নিজের কাজ দিয়ে দারুণ আলোচনা তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে একাধিক ছবির শুটিং করছেন তিনি। বুবলীর নতুন কাজের তালিকায় রয়েছে ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ও কাজী হায়াতের ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিগুলো। বুবলী বলেন, ‘সুপার হিরো ছবির কাজ ৯০ ভাগ শেষ। আর এ রমজানেই ছবির কিছু অংশের শুটিং হবে এবং সেই সঙ্গে ডাবিংও রয়েছে। তাই রমজানের মধ্যে কাজ করতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ এর আগেও রোজায় আমি শুটিং করেছি। আমি ফিল্মে কাজ শুরু করার পর থেকে কয়েকটি ছবির শুটিংয়ের সময়ই রোজা পেয়েছি। যেমন বসগিরি ছবিতে কাজ করার সময় রোজা পেয়েছিলাম। এরপর আমার রংবাজ ছবিটিরও রোজার মধ্যে শুটিং ছিল।’ এদিকে আগামী ঈদে মুক্তির কথা রয়েছে বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিটি। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার নায়ক শাকিব খান। সম্প্রতি এ ছবির ‘ও রানী’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। গানটি সবাই এত সুন্দরভাবে গ্রহণ করেছে, তাই আমি দর্শক-শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। এই গানটি একটু ভিন্ন স্বাদের, বলতে গেলে আঞ্চলিক ঘরানার। কোনো ঘোষণা ছাড়াই গানটি প্রকাশ করা হয়েছে। যেদিন প্রকাশ হয়েছে সেদিনই মূলত ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল চালু হয়। আর এমন একটি নতুন ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের এত সাড়া আমি পেয়েছি, যা আমার খুব ভালো লেগেছে।’ চলচ্চিত্রের বাইরে এরইমধ্যে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন বুবলী। প্রসাধনী পণ্য তিব্বতের এই নতুন কাজটি নির্দেশনা দিয়েছেন কলকাতার নির্মাতা সৈনক মিত্র। এটিই নায়িকার প্রথম বিজ্ঞাপনচিত্র। বুবলী বলেন, ‘প্রথমবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর বেশ সাড়া পেয়েছি। আবারো বিজ্ঞাপনে আমাকে দর্শক দেখতে পাবেন। তবে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আর পণ্যের বিষয়টি ব্যাটে-বলে মিললেই কাজটি করব। প্রথম বিজ্ঞাপনটি প্রচারের পর নতুন কাজের প্রস্তাব পেয়েছি। সব মিলে গেলে কবে কাজ শুরু করতে পারব তা কিছুদিন পর জানাব।’