বুধবার, ৩০শে মে, ২০১৮ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

গুয়েতেমালার সঙ্গে সব ধরনের সহযোগিতা ছিন্ন করল আরব লীগ

তেল আবিব থেকে গুয়েতেমালার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের সহযোগিতা ছিন্ন করেছে আরব লীগ।

বুধবার আরব লীগের সচিবালয় থেকে সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইতের স্বাক্ষরিত একটি নির্দেশনামা গুয়েতেমালার কাছে হস্তান্তর করা হয়। এতে বলা হয়, মধ্য আমেরিকার এ দেশটির সঙ্গে আরব লীগ ২০১৩ সালে যে সহযোগিতা চুক্তি সই করেছিল তা বাতিল করা হলো।

আরও : জামদানি মেলা প্রদর্শনী উদ্বোধন

আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে গুয়েতেমালা সরকার গত ১৬ মে বুধবার নিজের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে।

এর আগে গোটা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন সরকার গত ‌১৪ মে জেরুজালেম খ্যাত নগরী বায়তুল মুকাদ্দাসে নিজের দূতাবাস উদ্বোধন করে। ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের প্রায় সব দেশ ওয়াশিংটনের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে। ওইদিনের পাশবিক হামলায় আহত হন আরো ৩,০০০ ফিলিস্তিনি নাগরিক।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

যেখানে এক ছাদের নিচে প্রার্থনা করে হিন্দু-মুসলিম

সাগরে নিম্নচাপ, ঝরাবে বৃষ্টি

মেয়েকে বাংলাদেশে এনে বিয়ে দেয়ার চেষ্টা, ব্রিটেনে বাবা-মা দোষী সাব্যস্ত

দিল্লিতে রাবার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩০ ইঞ্জিন

নওয়াজ শরীফ এবং আর্মির মধ্যে স্নায়ুযুদ্ধ

ইয়েমেনে ১ হাজার সৌদি সেনা নিহত