ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা
নিজস্ব প্রতিনিধি : সিএনজি অটোরিকশা আটকে চাঁদা আদায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহাসসড়কের বেড়তলা এলাকায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। জানা যায়, প্রতিদিন বিশ্বরোড মোড়ে সিএনজি অটোরিকশা আটকে চাঁদা আদায় করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ দুটি অটোরিকশা আটক করে।
আরও : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে—ধারণা চিকিৎসকের
এ ঘটনার প্রতিবাদে বিকেলে মহাসড়কের বেড়তলা এলাকায় অটোরিকশা চালকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, দুটি অটোরিকশা আটকের কারণেই চালকরা অবরোধ সৃষ্টি করেছে।
এ জাতীয় আরও খবর

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪

চাতলপাড়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামানের নদী ভাঙ্গন পরিদর্শন
