নামজারি বাবদ ঘুষ থেকে রক্ষা পাবে সাধারন মানুষ-ভূমি সংস্কার বোর্ড
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ (সোমবার) দিনভর ই-নামজারী তথা ভূমিখাতে ডিজিটাল সেবা গ্রহনের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ভূমি সংস্কার কমিশনার,ভূমি সংস্কার বোর্ডের কাজী মেরাজ হোসেন।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে বকত্ব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তাজিনা সারোয়ার এবং সহকারি কমিশনার (ভূমি) মো.আলমগীর হোসেন।
আরও : ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্পিকার হলেন আয়াছ মিয়া
বক্তারা বলেন,ই-নামজারী করনের ফলে এখন থেকে এই এলাকায় কোন কৃষক/ভূমির মালিককে হয়রানি বা ঘুষের দেয়ার মতো ভূক্তভোগী হতে হবে না।ই-সেবার মাধ্যমে নামজারী করলে ঘুষ দেয়ার কোন রাস্তা নেই। প্রশিক্ষন কোর্সে স্থানীয় তহসিলদার,ভূমি অফিসের কর্মকর্তা,কর্মচারী,সাধারন জনগন উপস্থিত ছিলেন।