৪ লাখ ছাড়িয়ে শাকিবের ফ্যান গ্রুপ
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক যুগ ধরে ঢাকাই ছবিতে রাজত্ব করছেন শাকিব খান। শুধু পর্দাতেই নয়, শাকিব খানের জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ। তার ভক্তদের হাতে গড়া ‘শাকিব খান: কিং অব ঢালিউড’ নামে একটি অফিশিয়াল ফ্যান গ্রুপের সদস্যসংখ্যা ৪ লাখ পূরণ হয়েছে।
দেশের কোনো অভিনেতার একক গ্রুপ হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি সদস্য এই গ্রুপে। শুধু তাই নয়, কার্যক্রমের দিক দিয়েও এগিয়ে রয়েছে এই গ্রুপটি।
বলা হয়ে থাকে, ঢাকাই চলচ্চিত্র নিয়ে কার্যকর গ্রুপগুলোর মধ্যে শাকিবের ফ্যান গ্রুপটি সবচেয়ে এগিয়ে। ভক্তরা প্রতিদিন অসংখ্য পোস্ট, লাইক, কমেন্টের মাধ্যমে গ্রুপটিকে জমজমাট করে রাখেন।
এদিকে শাকিব খান বর্তমানে ‘সুপার হিরো’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন। আশিকুর রহমানের পরিচালনায় তারকাবহুল এই ছবিতে তার নায়িকা বুবলী।
এ জাতীয় আরও খবর
![](https://i1.wp.com/amaderbrahmanbaria.org/bd/wp-content/uploads/2018/04/rin-350x233.jpg?resize=350%2C233)
চুপিসারে ‘বাগদান’ সারলেন রোনালদো!
![](https://i2.wp.com/amaderbrahmanbaria.org/bd/wp-content/uploads/2018/04/image-40141-1525000439.jpg?resize=604%2C270)
বিয়ের পর উড়াল দিলেন নাবিলা
![](https://i0.wp.com/amaderbrahmanbaria.org/bd/wp-content/uploads/2018/04/image-40164-1525020354.jpg?resize=604%2C270)
কেমন চলছে ‘চালবাজ’?
![](https://i2.wp.com/amaderbrahmanbaria.org/bd/wp-content/uploads/2018/04/kkr-20180430004521-500x260.jpg?resize=500%2C260)
লিনের ব্যাটে কলকাতার জয়
![](https://i2.wp.com/amaderbrahmanbaria.org/bd/wp-content/uploads/2018/04/bdp_piccc.jpg?resize=600%2C270)