চীনের কাছে ক্ষমা চাইল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে রবিবার রাতে চীনের পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হন। যাদের মধ্যে ৩২ জনই চীনা নাগরিক।
এদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘটে যাওয়া পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় চীনা নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীরভাবে ক্ষমা চাইলেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে আজ আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।
এ ব্যাপারে এক বিবৃতিতে কিম জং উন জানিয়েছেন, আমাদের দেশে এসে চীনা বন্ধুরা অপ্রত্যাশিত এক দুর্ঘটনায় পড়ে। যা আসলেই অনেক দুঃখের। এজন্য আমরা চীনা কমরেডদের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি। শব্দ বা সহানুভূতি জানিয়ে এ ক্ষয়ক্ষতি পূরণ করা সম্ভব নয়।
এ জাতীয় আরও খবর

শবে বরাতের করণীয় বর্জনীয়

সংরক্ষিত এলাকায় কয়লার স্তূপ, ভৈরবে হুমকিতে পরিবেশ

আবারও সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, নিহত অন্তত ৪০

বিয়ের পর উড়াল দিলেন নাবিলা
