সোমবার, ৩০শে এপ্রিল, ২০১৮ ইং ১৭ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

বিএনপি নেতা শামসুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিনিধি : সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা এম শামসুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে সাবেক এই মন্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এ ছাড়া তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম বাবু ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি।

১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুল ইসলাম। এর পর তিনি সরকারের তথ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের আগপর্যন্ত তিনি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

দেশে বজ্রপাত কখন কোথায় বেশি হচ্ছে?

হাজার কোটি টাকায়ও জলাবদ্ধতা কাটেনি

বজ্রপাত থেকে বাঁচতে আপনার কী করা উচিত

দেশে ফি‌রে‌ছেন প্রধানমন্ত্রী

ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে