কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার ২ জন নিহত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের আলী আকবর (৭৫) ও লহরী গ্রামের মহিউদ্দীন আহাম্মেদ মহি।
প্রর্তক্ষদর্শী ও স্হানীয় সূএ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ের সময় বড়িকান্দি গ্রামের একটি বিল থেকে আলী আকবর নামের এক বৃদ্ধ তার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি গাছ তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে, প্রচন্ড ঝড়ের সময় নদী পথে স্পীডবোটে নরসিংদী জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ আসার পথে নরসিংদীর শ্রীনগর নামক এলাকায় বিপরীতমুখী একটি স্পীডবোটের সাথে মুখোমুখী সংঘর্ষে নবীনগরের লহরী গ্রামের মহিউদ্দীন আহাম্মেদ মহি নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। ঝড়ের সময় বেশকিছু ফসলী জমি ও কাঁচা ঘরের ক্ষতি হয়।