নাসিরনগের কালবৈশাখীতে উড়ে গেছে বিদ্যালয়ের চাল
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার আন্দাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। দূর্ঘটনা থেকে রক্ষা পেল শিক্ষক ও শিক্ষার্থীরা ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে । বিদ্যালয়টিতে কোনো ভবন নির্মাণ না হওয়ায় টিনশেডের ঘরেই ক্লাস নেয়া হতো।
শিক্ষকরা জানান,আজ শনিবার দুপুরে কাল বৈশাখী ঝড়ে আন্দাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। ঝড় আরম্ভ হওয়ার আগেই ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষকরা পাশের বাড়িতে আশ্রয় নেয়। তাই বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। ঝড়ে টিনের ঘরের চাল ২০০ গজ দূরে পাশের ধান ক্ষেতে উপড়ে পড়ে।এসময় বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র,বই-খাতাসহ বিভিন্ন মালামাল ভিজে যায়।
এ ছাড়া বৈদ্যুতিক মিটার, খুঁটি, বিদ্যালয়ের আসবাব পত্রও ক্ষয়ক্ষতি হয়। স্কুল ঘরের চাল বিধ্বস্ত হওয়ায় আগামীকাল(রবিবার) থেকে শুরু হওয়া ১ম সাময়িক পরীক্ষা নিয়ে চরম বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলটিতে ২শ’ ৩১ জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। সংবাদ পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যালয়টি মেরামত ও নতুন ভবন নির্মাণের মধ্যদিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকরা।