সোমবার, ২৩শে এপ্রিল, ২০১৮ ইং ১০ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

মিজানুর রহমান পিপিএমবারকে বিদায় সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত মানবাধিকার সংগঠন সমুহ

ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএমবার বলেছেন, মানবাধিকার বাস্তবায়ন ও সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার মানবাধিকার সংগঠনগুলো অনবদ্য ভ’মিকা রাখছে। তিনি বলেন ব্রাহ্মবাড়িয়ার মানুষ শুভকাজে নানা ভাবে সহযোগিতা করে, এখানে ভাল কাজ করার সুযোগ রয়েছে। এই সুযোগের জন্যই আমি এখানে নানা কাজ করতে পেরেছি। ব্রাহ্মণবাড়িয়ায় কাটানো সময় আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। যা আমি কোনভাবে ভুলতে পারবো না। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ব্রাহ্মণবাড়িয়ার কল্যাণে ছিলাম ভবিষতেও থাকবো। গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত মানবাধিকার সংগঠন সমুহের দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অনুভ’তি ব্যক্তকালে এসব কথা বলেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মোঃ আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কমিউিনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, দৈনিক সমতটবার্তার প্রকাশক সম্পাদক , চ্যানেল আই প্রতিনিধি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছার ।

সাংবাদিক আল আমীন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী আলহাজ্ব এড.লোকমান হোসেন। মানবাধিকার সংগঠন সমুহের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এড. ওসমাণ গণি, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি এড. ইসলাম উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি হাজী আবু কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান হয়।

 

Print Friendly, PDF & Email