তারেক রহমান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়— ব্রাহ্মণবাড়িয়ায় নৌমন্ত্রী
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : তারেক রহমান কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। একজন সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনার লক্ষ্যে গঠিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, তারেককে একজন বিপদজনক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে আমেরিকা ব্রিটিশ সরকারকে সর্তক করেছে। একজন সন্ত্রাসী হিসেবে তাকে চিহ্নিত করেছে বলে দাবি করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।