শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলে আগামী দিনে আমরা উন্নত জাতি পাবো-অতিরিক্ত জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) কামাল মোঃ রাশেদ বলেন, শিশুরা প্রকৃতি ও অনুকরন অনুসরন থেকে শিখে। শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে পারলে আগামী দিনে আমরা উন্নত জাতি পাবো। তিনি আজ বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের আয়োজনে শিশুদের মেধা বিকাশ দক্ষতা বৃদ্ধির উপর ৩দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অথির বক্তব্যে এ কথা বলেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (আইসিএইচডি) নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সুলতানা কানিজ ফাতেমা সহ অন্যান্যরা। পরে অতিথি বৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন। কর্মশালায় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার ৬০ অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো: মেহেদী হাসান।