রওশনের গান শুনে মুচকি হাসলেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসমাবেশে বক্তব্যকালে গান গাইলেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এসময় তার স্বামী সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মঞ্চে বসেই তার দিকে চেয়ে মিটিমিটি হাসেন। উৎসাহ দেন দলের সিনিয়র নেতারা।
সমাবেশে বক্তব্য দেয়ার এক পর্যায়ে রওশন এরশাদ আসন্ন সংসদ নির্বাচনে নিজেরাই সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে রণসংগীত ‘চল চল চল’ আবৃত্তি করে শোনান। তারপরই বক্তব্য দেন হুসাইন মুহাম্মদ এরশাদ। তিনি মাইক্রোফোনের দিকে এগিয়ে আসছেন। এ ফাঁকে গান ধরেন রওশন এরশাদ- ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ এসময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা করতালি দেন।
শুধু তাই নয়, এসময় মঞ্চে থাকা সবাইকে তার সাথে গাওয়ার জন্য ইশারা করেন তিনি। ইশারা পেয়ে পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, এমপি সালমা ইসলামসহ সিনিয়র নেতারও তার সাথে গলা মেলান।
এ জাতীয় আরও খবর

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করতে জিয়ার সমাধিতে শপথ

আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নার

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
