ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩ সহ¯্রাধীক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
সন্তোষ চন্দ্র সূত্রধর , আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর চারতলায় কয়েক হাজার গরীব, দুস্ত ও অসহায় রোগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা ও ঔষুধ দেয়া হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফাইজুর রহমানের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির কেন্দ্রীয় সভাপতি কারুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামলীগের যুগ্ম-আহবায়ক উম্মে ফাতেমা নাজমা শিউলী আজাদ, চর চরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, জাগ্রত আশুগঞ্জবাসীর সাধারন সম্পাদক ঈশা খান
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার মাহবুব, ডাঃ আব্দুল্লাহ আল মাহবুব নজরুল, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব খান, চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় তিন হাজার রোগীকে ৫০জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।