সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

পাইলট আবিদের পাশেই শায়িত হলেন স্ত্রী আফসানা

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। স্বামী ক্যাপ্টেন আবিদ সুলতানের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত করা হয়েছে তাকে। আজ রাত ৭টায় বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় আবিদ-আফসানা দম্পতির একমাত্র সন্তান তামজিদ বিন সুলতান মাহি ও পরিবারের অন্যান্য সদস্যরাসহ স্থানীয় বসিন্দা উপস্থিত ছিলেন।

এরআগে সকাল সাড়ে ৯টার দিকে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুর পর তার শোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর থেকে আফসানা এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

‘জাতিসংঘের স্বীকৃতিই প্রমাণ করে বাংলাদেশ এগিয়েছে’

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদি আরবে হুথিদের সাতটি মিসাইল হামলা, সবকটিই ভূপাতিত, নিহত ১

দেশে পাকিস্তানি শক্তি প্রক্সি খেলছে : ইনু

গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে : মির্জা ফখরুল

স্লোগানে মুখরিত জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল