সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “আনন্দ পাঠশালার” প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের সামাজিক সেবামৃলক সংগঠন ‘আলোর পথে’ কর্তৃক পরিচালিত পুনিয়াউট উত্তরপাড়া রেল লাইনের পাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোর সন্ধান দিতে প্রতিষ্ঠিত ‘ আলোর পথের আনন্দ পাঠশালা’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার বিকালে খোলা আকাশের নিচে স্কুলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আলোর পথে সংগঠনটি। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.মিন্টু ভৌমক, এড.লোকমান হোসেন উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, আব্দুল মালেক ও হেদায়েতুল আজিজ মুন্না।
পাঠাশালার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব সোপানুল ইসলাম সোপান এক বছরে পাঠশালা ও শিশুদের উন্নতির কথা তুলে ধরেন।তিনি বলেন শিশুদের মাঝে আচরণগত পরিবর্তন এসেছে, তারা আগে থেকে অনেক পরিচ্ছন্ন হয়েছে।তিনি আলোর পথের স্বচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করে বলেন তোমাদের মা-বাবা মহান,কারন তাদের ছেলে মেয়েরা এমন মহৎ কাজের সাথে জড়িত।
বিশেষ অতিথিবৃন্দ পাঠশালার মঙ্গল কামনা করে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক ও উপদেশমূলক বক্তব্য রাখেন।