সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান বাজানো কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামে সোমবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বিয়েবাড়িতে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়জনকে আটক করেছে।

জানা গেছে, চাপুইর গ্রামের রহিম মিয়ার মেয়ের বিয়ে উপলক্ষে গত রবিবার রাতে গান বাজানো হয়। এ নিয়ে গ্রামের রাজু আহমেদ ও বিল্লাল মিয়া নামের দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার  উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহতদের মধ্যে বাবুল মিয়া, রুনা বেগম, জয়নাল মিয়া, জামাল মিয়া, সাইফুল মিয়া, রাব্বি মিয়া, মজনু মিয়া, রিফাত, কালু মিয়া, ইকবাল মিয়া, শাহীন মিয়া, বাদল মিয়া, নাঈম মিয়া, শরীফুল ইসলাম, জানু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিননেতা গ্রেফতার

গণহত্যা দিবসে নাসিরনগরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন

বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অন্যায় দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার আহবান – বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন 

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

আখাউড়ার সাবেক অধ্যক্ষ আব্দুল গাফফার খান আর নেই