নেপালের ওয়ানডে স্বীকৃতি অর্জন
ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডে স্বীকৃতি অর্জন করেছে নেপাল। পাপুয়া নিউগিনির বিপক্ষে নেপালের জয়ের পাশাপাশি ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পেছনে বড় অবদান আছে নেদারল্যান্ডসের। কোয়ালিফায়ারের অন্য ম্যাচে নেদারল্যান্ডস হংকংকে হারাতে পারলেই নেপাল ওয়ানডে স্বীকৃতি পাবে এমন পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ছিল। সেই পরিসংখ্যান মিলে গেছে। আগামী চার বছরের জন্য নেপাল আইসিসি কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে।
নেপাল আইসিসি’র ওয়ানডে স্বীকৃতি পাওয়ায় দক্ষিণ এশিয়ার পঞ্চম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। নেপালের হয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ জিতে ওয়ানডে স্বীকৃতি এনে দিতে বড় অবদান রেখেছেন দিপেন্দ্র সিং। তিনি ব্যাট হাতে অর্ধশতক করার পাশাপাশি বল হাতে ১৪ রানে নেন ৪ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি ২৭.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।