মঙ্গলবার, ২০শে মার্চ, ২০১৮ ইং ৬ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

সিলেটে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন, ৫ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে এক কলোনির ঘরে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, শনিবার রাত ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম (২৫), দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০), তার ছেলে তাহমিন (২) এবং নেহাইচক গ্রামের সেবুল মিয়া (১৭) ও ইয়াহিয়া উদ্দিন (১৮)।

ওসি বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতের সময় লক্ষণাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোনির গ্যাস রাইজারে আগুণ লেগে যায়। পরে তা কলোনির আধা পাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের মধ্যে আগুনে পুড়ে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

নিহত তাসলিমার স্বামী ফজলু মিয়াকে (৪০) দগ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিরকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

সেপ্টেম্বরেই চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট

‘খালেদা জিয়ার মামলা লড়তে বিদেশি আইনজীবীর প্রয়োজন নেই’

৭ দেশের বিমান মহড়ায় অংশ নিল ইসরায়েল ও আমিরাত

সৌদি বিমানবন্দরগুলোর নিরাপত্তায় ইসরায়েলি কোম্পানী

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত-৬

আখাউড়া স্হলবন্দর দিয়ে স্টিল পাইপের চালান গেল ভারতে