ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচন : শেষ হল প্রচারনা, সকল প্রস্তুতি সম্পন্ন
তৌহদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) উপ-নির্বাচন আগামী ১৩ই মার্চ। এরই মাঝে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রচারনা ও শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিজিবি, পুলিশ আনসার ভিডিপি সহ ১৭শ ৭৬ জন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। পুলিশ এপিবিএন ও আনসারদের সমন্বয়ে ৩৯ টি মোবইল টিম দায়িত্ব পালন করবে। ৭৪ জন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৬৪ জন পোলিং অফিসার ৭২৮জন নিয়োগ দেয়া হয়েছে। ২০ জন নির্বাহী ম্যজিষ্ট্রট ও ৪জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রবিবার ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত নির্বাচনী এলকায় দায়িত্ব পালন করবে।
নির্বিঘেœ যাতে ভোটারা ভোট দিতে পারে তার জন্য সব ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকা। নির্বাচনে ৩ টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্য জোটের প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করছে। এ আসনে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১ লক্ষ ১০ হাজার ৪১০ জর ও নারী ভোটার ১ লক্ষ ৩ হাজার ৫৯৯জন। মোট ভোট কেন্দ্রে ৭৪টি এর মধ্যে গুরুত্বপূর্ন কেন্দ্রের সংখ্যা ৪৯টি।