মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের তিন ইলেক্ট্রেশিয়ানের বিরুদ্ধে মামলা 

মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯টি বৈদ্যুতিক মিটার, ৭৬টি অফিস ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়াইল-সাদেকপুর ফিডার এলাকায় অভিযান চালিয়ে  এসব মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের তিন ইলেক্ট্রেশিয়ানের বিরুদ্ধে মামলা  দায়ের করা হয়।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট মুজাহিদুর রহমান।
ভ্রাম্যমান আদালতের অভিযান বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান জানান, বড়াইল এবং সাদেকপুর ফিডারের বিতরন বিভাগের তিন ইলেক্টেশিয়ান শাহজাহান মিয়া, মিলন মিয়া এবং জাহের মিয়ার বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫৯টি মিটার, বিদ্যুত অফিসের ৭৬ টি ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত মিটারের মধ্যে ১লাখ ৫৪ হাজার ইউনিট বিদুৎ চুরির  প্রমান পায় ভ্রাম্যমান আদালত।
পরে বিদ্যুৎ আইনের ৩৩ ধারায় বিদ্যুৎ চুরি ও সরকারী রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চিঠি

নাসিরনগর বুরুঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে চীন

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে ৪ সন্তানের জননীকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায়  বন্দুকযুদ্ধে ৮ মামলার আসামী নিহত

গভীর সাগরে ইসরায়েলের শক্তিশালী ব্যারিকেড