মঙ্গলবার, ২৯শে মে, ২০১৮ ইং ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের কৃতিসন্তান মাহবুব হক ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদন্নোতি

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগরের আরেক কৃতি সন্তান ডাঃ কর্ণেল মো.মাহবুব হক সম্প্রতি পদন্নোতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল পদে আসীন হয়েছেন। তিনি ঐ গ্রামের আব্দুল গফুর মাষ্টারের ছেলে।

এর আগে একই ইউনিয়নের আরেক কৃতি সন্তান ক্যাপ্টেন পদে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের মাধ্যমে এবি তাজুল ইসলাম সেনাবাহিনীতে কৃতিত্বের সাথে চাকুরী শেষ করেন।পরবর্তীতে অবসর গ্রহনের পর ক্যা.এবি তাজুল ইসলাম(অবঃ)মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পর পর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া বাঞ্ছারামপুর সদরের সন্তান রিয়ার এডমিরাল গোলাম মোস্তফা বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহন করেন।উল্লেখ্য,ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হককে সরকার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক হিসেবে প্রেষনে নিযুক্ত করেছেন।

‘ব্রিগেডিয়ার জেনারেল’পদে পদন্নোতি পাওয়ায় বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনগন তার জন্য গর্বিতবোধ করে অভিনন্দন জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।

Print Friendly, PDF & Email