সবদলের অংশগ্রহণে নতুন কিছু করব না : সিইসি
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা বলেছেন সব দলের অংশ গ্রহনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে নতুন করে আর কোনো উদ্যোগ নেয়া হবে না। তবে আমরা প্রত্যেক দলকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেছি। তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া- ১ নাসিরনগর আসনের আগামী ১৩ই মার্চ উপ-নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় নির্বাচন কমিশনের সচিব মো: হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংঙ্কর রঞ্জন সাহা, পুলিশ সুপার মো: মিজানুর রহমান সহ বিজিবি, র্যাব, পুলিশ সহ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতবছরের ১৬ই ডিসেম্বর এ আসনের সাংসদ প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শুন্য হয়। আগামী ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনের ভোটপ্রহণ অনুষ্ঠিত হবে।
এ জাতীয় আরও খবর

১৪ জুনের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের আহবান শ্রম প্রতিমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চিঠি

এবার কারাগারে মাদকবিরোধী অভিযান, চাকরিচ্যুতসহ ১৪ রক্ষীকে বদলি

তাকওয়া অর্জনের মাস রমজান

চীনে ১০ ট্রিলিয়ন ডলারের ‘ছায়া ব্যাংক’ বিরোধী অভিযান
