আখাউড়া স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
নিজস্ব প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে সব ধরণের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আখাউড়া স্থলবন্দরে বেশকিছু পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে বৈধ-পাসপোর্টধারি যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা পূর্ব ঘোষণা ছাড়াই পণ্য আমদানি বন্ধ রাখায় স্থলবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আখাউড়া স্থলবন্দর সূএ জানান, ভারতের ত্রিপুরায় রফতানির উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাথর, শুঁটকি ও সিমেন্ট বোঝাই ট্রাক বন্দরে আটকা পড়েছে। তবে কবে নাগাদ ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানি শুরু করবে এ বিষয়ে স্পষ্ট কোন ধারণা করা যাচ্ছেনা।তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট ইনচার্জ (এসআই) পিয়ার আহম্মেদ জানান, পাসপার্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
অপরদিকে, পাচারকারীদের দৌরাত্মে আসল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে গত ১০ দিন যাবৎত ত্রিপুরায় মাছ রফতানি বন্ধ রয়েছে। মাছ রফতানি জটিলতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে আখাউড়া উপজেলা প্রশাসন, রফতানি বাণিজ্য সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে সোমবার বৈঠক হয়েছে।