বাঞ্ছারামপুরে প্যানেল চেয়ারম্যান সুচিকে সম্মাননা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচিকে নারী অধিকার রক্ষা এবং সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক প্রদান করেছে খাল্লা উচ্চ বিদ্যালয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দরিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা মো. শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি। এ সময় অন্যদের মধ্যে খাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক জামাল হোসেন, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দারুস সালাম কাজল, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, মো. আমিরুল মোমেন মেম্বার, আমেরিকা প্রবাসী আবদুল হক মাসুদ, হুমায়ুন মোক্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আওলাদ হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা মো. আবু কাউছার প্রমুখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্য সনি আক্তার সুচি বলেন, শিক্ষার মান বৃদ্ধি করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হয়ে দায়িত্বপালন করতে হবে। আপনার সন্তান যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসেবনসহ কোনো অপরাধে জড়াতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। পড়ালেখার মান বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ভাতা, বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার সোনার বাংলা গড়তে হলে প্রতিটি ঘরে ঘরে সোনার মানুষ চাই।