বাথটাবে ডুবে মারা যান ‘মদ্যপ’ শ্রীদেবী!
আরও ঘনীভূত হলো বলিউড সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু রহস্য। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, শ্রীদেবী ‘দুর্ঘটনাক্রমে বাথটাবে ডুবে’ মারা গেছেন। দুবায়ের পত্রিকা গালফ নিউজের বরাত দিয়ে একথা জানিয়েছে আলজাজিরা।
সোমবার গালফ নিউজ জানিয়েছে, শ্রীদেবী জুমেইরা এমিরেটস টাওয়ারে তার কক্ষের বাথরুমে যখন যান, তখন তিনি নেশার ঘোরে ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে তিনি বাথটাবে পড়ে গেলে, তাতে জমে থাকা পানিতে ডুবে যান শ্রীদেবী।
একজন পুলিশ কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছে, ‘কোন পরিস্থিতিতে এই দুর্ঘটনার ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
দুবাইয়ের সরকারি মিডিয়া অফিসের টুইটে বলা হয়েছে, শ্রীদেবীর কেসটি দুবাই পাবলিক প্রসিকিউটার বা সরকারি কৌঁসুলি ও তদন্তকারীদের কাছে হস্তান্তর করেছে দুবাই পুলিশ।
এই খবর যখন প্রকাশ করা হয় তখন মুম্বাইয়ে শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে।
এর আগ পর্যন্ত মিডিয়ার রিপোর্টে প্রধানত বলা হয়েছিল, ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কিন্তু, শ্রীদেবির দেবর সঞ্জয় কাপুর দাবি করেন, শ্রীদেবীর হৃদপিণ্ডের কোনো অসুখের কথা কেউ কখনো শোনেনি।
ভারতের মানুষ ৫৪ বছর বয়সী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায়।
শ্রীদেবীর পরিবারে তার স্বামী বনি কাপুর, এবং দুই কন্যা জানভী ও খুশি রয়েছে।
শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরিয়ে আনার পর পাওয়ান মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।