ব্রাহ্মণবাড়িয়ায় নাসিং ইনস্টিটিউটে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, আহত১০
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বহিরাগতদের বিরুদ্ধে নার্সিং ইনস্টিটিউটের ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ১টার দিকে নার্সিং ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটেছে। পরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, গত বৃহস্পতিবার তাদের ইনস্টিটিউটের অধ্যক্ষ অবসরে যান। শনিবার সকালে মুন্সীগঞ্জ থেকে নতুন অধ্যক্ষ যোগদান করতে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে আসেন। এসময় শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই বহিরাগতরা এসে তাদের ফুলের সাজিসহ সব কিছু ছুড়ে ফেলে দেয়। এলোপাতাড়ি মারধর করে হামলা চালায়। এতে ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থীসহ ১০ শিক্ষার্থী আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নবীর হোসেন জানান,খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমরা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।