প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম মুয়াজ আলিও এ খবর নিশ্চিত করে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৫৩ তে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমতা বলে সোমবার থেকে আগামী ১৫ দিনের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অনুচ্ছেদ ২৫৭ অনুযায়ী, জরুরি অবস্থা জারির ৪৮ ঘণ্টার মধ্যে সঙ্কট সমাধানের উপায় প্রস্তাব করে তা পার্লামেন্টে উপস্থাপণ করতে হবে।
সাংবিধানিকভাবে পার্লামেন্টে জরুরি অবস্থা তুলে নেওয়ার ক্ষমতা রাখে।
গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপিকে সন্ত্রাসবাদের অভিযোগে বিচার করে কারাদণ্ড দেওয়াকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বর্ণনা করে তাদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন।
আদালতের ওই রায়ের পর বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি মালদ্বীপের ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়।
প্রেসিডেন্ট ইয়ামিন সুপ্রিম কোর্টের আদেশ মানবে না বলে জানিয়ে দিয়ে অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করে দেন।