নকলমুক্ত পরিবেশে নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত ॥ ৪ জন অনুপস্থিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ৩টি মাধ্যমিক কেন্দ্রে এস এস সি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। আজ বৃহস্পতিবার(১ ফ্রেরুয়ারি) কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শেষ হল বাংলা ১ম পত্রের পরীক্ষা। ১নং কেন্দ্র নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯২ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে।
এর মধ্যে ছাত্র ২২২ জন ও ছাত্রি ২৭০ জন। অনুপস্থিত রয়েছে ১ জন ছাত্রী। ২নং কেন্দ্র গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৮৩ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ৭৭ জন ও ছাত্রি ১০৬ জন। অনুপস্থিত রয়েছে ২ জন ছাত্র ও ১ জন ছাত্রী। ৩নং কেন্দ্র চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯১ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১১৫ জন ও ছাত্রি ১৯১ জন।
অপরদিকে দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১৭৫ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে । এর মধ্যে ছাত্র ৭৯ জন ও ছাত্রি ৯৬ জন।
নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমান সন্তোষ প্রকাশ করেন ।
এসময় উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুসসহ কেন্দ্র সচিব,হল সুপারগণ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে বলে জানান।