আখাউড়ায় এসএসসি বা সমমান পরীক্ষার্থী ২১৫৯ জন
আনোয়ার হোসেন উজ্জল,আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ বছর এসএসসি বা সমমান পরীক্ষার্থী ২১৫৯ জন। এরমধ্যে ছাত্র ৮৯৫ জন এবং ছাত্রী ১২৬৪ জন। ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ৩৬৯ জন। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় আখাউড়ায় পরীক্ষা শুরু হবে। উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৫টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ১৮২৭ জন, দাখিল পরীক্ষার্থী ২৫৪ জন এবং টেক্সটাইল ভোকেশনাল থেকে ৭৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেবে।
উপজেলার ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোগড়া উচ্চ বিদ্যালয় এবং ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ।
আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, এসএসসির টেস্ট পরীক্ষার্থ উত্তীর্ণ হতে না পারায় এবছর বহু ছাত্রছাত্রী চূড়ান্ত পরীক্ষা দেয়ার সুযোগ পায়নি। তাছাড়া ছেলেরা একটু বড় হলেই কাজ-কর্মে জড়িয়ে পড়ায় এবং বিদেশ চলে যাওয়ায় ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে।