মাশরাফি ও গুনাথিলকার জরিমানা
নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাজে ব্যবহারের জন্য বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও লংকান ক্রিকেটার ধানুসকা গুনাথিলকার জরিমানা হয়েছে। তাদের দু’জনেরই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
দু’জনকেই প্রতিপক্ষের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়া ও গালাগালির জন্য অভিযুক্ত করা হয়েছে। দু’জনই ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ স্বীকার করে নিলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
২০১৬ সালের সেপ্টেম্বরে ডিমেরিট পয়েন্টের নিয়ম প্রবর্তনের পরের মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন মাশরাফি। শনিবার পেলেন আরও একটি। এখন তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট। দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসবে মাশরাফির ওপর।
গুনাথিলকার এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। মাশরাফির ঘটনাটি শ্রীলংকার ইনিংসের ষষ্ঠ ওভারে। ৯ বলে ২৮ রান করা লংকান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে আউট করে তীব্র প্রতিক্রিয়া দেখান মাশরাফি। ব্যাটসম্যানকে গালাগালি করার সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়েও যান। গুনাথিলকার ঘটনাটিও বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে। দুশমন্ত চামিরার বলে বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল ক্যাচ তুলে দেন। এরপর ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করা তামিমের মুখের সামনে গিয়ে গালাগাল করেন গুনাথিলকা। এ অপরাধের নূ্যনতম শাস্তি হলো, মৌখিকভাবে সতর্ক করে দেওয়া ও সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ জরিমানাসহ এক বা দুই ডিমেরিট পয়েন্ট।