বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিচারের ব্যাপারে কোনো গায়েবি নির্দেশ নেই

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : আদালতের নিজস্ব গতিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হচ্ছে। এখানে গায়েবি নির্দেশের কোনো ব্যাপার নেই। বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার কুষ্টিয়ার ভেড়ামারায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আদালত মানেন না, বিচার মানেন না, সংবিধান মানেন না। আদালতের বিচার, নির্বাচন পক্ষে থাকলে ভালো। আর বিপক্ষে গেলেই খারাপ।

তিনি বলেন, সাত বছর, ১০ বছর ধরে তার (খালেদা জিয়া) মামলা চলছে। আদালতের নিজস্ব গতিতেই তার বিচার হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অক্ষুণ্ণ রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ সরকারের বড় চ্যালেঞ্জ, যথাসময় নির্বাচন দেয়া এবং গণতন্ত্র রক্ষা করা। জনগণ যত দিন চাইবে তত দিন আমরা দেশ পরিচালনার দায়িত্বে থাকব। এসব ব্যাপারে হুমকি-ধামকি দিয়ে লাভ নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এমদাদুর হক আতা। অনুষ্ঠান পরিচালনা করেন মমিনুর ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শুনান প্রভাষক আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দিশা খাতুন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী কমিশনার (ভূমি), কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদিকা কাজী সালমা খাতুন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলীসহ দলীয় নেতাকর্মী।