বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

রোনাল্ডোর জোড়া গোলে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক : ফর্মে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের এর প্রমাণ দিলেন। তার জোড়া গোলে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই দুর্দান্ত খেলে রিয়াল। ১৬ মিনিটে ডি বক্সে রোনাল্ডোকে ফাউল করলে পেনাল্টি পান স্প্যানিশ জায়ান্টরা। সফল স্পট কিক থেকে দলকে লিড এনে দেন সিআর সেভেন। ৩৮ মিনিটে বেনজামাকে ফাউল করলে ফের পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। এতে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। ৫৮ মিনিটে কর্নার থেকে হেডে রিয়ালের জালে বল জড়ান সান্তি মিনা। গোল হজম করার পর আক্রমণের ধার বাড়ায় লস ব্লাঙ্কোজরা। এতে সাফল্যও ধরা দেয়। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান মার্সেলো। ৫ মিনিট পর বজ্রগতির শটে দলের চতুর্থ গোলটি করেন টনি ক্রুস।

এ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। সর্বোচ্চ ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।