নাসিরনগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা নিরাপদ স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৮ জানুয়ারি) উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের এর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিনের পরিচালনায় অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবি এম সামছুদ্দিন আহমেদ,জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক অরবিন্দু দত্ত,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,ডাঃ মোঃ মুকবুল হোসেন,ডাঃ জাকিয়া সুলতানা রুনা,ইঞ্জিনিয়ার ফিরোজ উদ্দিন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার,সাংবাদিক,পরিবার পরিকল্পনা পরিদর্শক-পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টায় সপ্তাহে ৭ দিন স্বাভাবিক প্রসব সেবা জোরদার করনের লক্ষে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করে।