বুধবার, ৩১শে জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে ২০০ কেজি গাঁজা  উদ্ধার, দুইজন আটক

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা নামক স্হানে পিক ভ্যান থেকে অভিনব কায়দায় পাচারের সময় ২০০কেজি গাঁজা উদ্ধার করে  র‌্যাব-১৪সদস্যরা। আজ রোববার সকালে তাদের এই অভিযানে মাদক পাচারের দায়ে চালকসহ  দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার মান্নান মিয়ার ছেলে  ইছাহাক মিয়া(২৮) ও একই এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ জুয়েল(২৬)।
র‌্যাব-১৪, সিপিসি-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  আগে থেকে অবস্হান নিয়ে  চান্দুরা এলাকায় হাইওয়ে রাস্তার উপরে  ঢাকা মেট্রো-ন- ১৮-৭৫৬৫ পিকআপটিকে আসতে দেখে থামার সংকেত দিলে  সংকেত অমান্য করে চলে যায়।পরে তাৎক্ষণিক পিকআপটির পিছু ধাওয়া করে  সরাইল থানাধীন খাটিহাতা বিশ্বরোড মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পিকআপটিকে আটক করি। এসময়   আটক কৃতদের  জিজ্ঞাসাবাদের মাধ্যমে পিকআপটি তল্লাশী করে অভিনব  ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপের আনুমানিক মূল্য ৩৫,০০,০০০/- (পয়ঁত্রিশ লক্ষ) টাকা।
র‌্যাব-১৪, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ মাদকসহ দুই ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সরাইল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।