ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রখ্যাত মাওলানা মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম, দেশের প্রখ্যাত মাওলানা মোখলেছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকালে জেলা শহরের মেড্ডায় বাইতুল নুর মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মেড্ডা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় ইমামতি করেন তাঁর পুত্র কুমিল্লার বো আরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা মুস্তাফিজ আল আমিন জুনায়েদ।
শনিবার বিকেলে তিনি তার পূর্ব মেড্ডাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।