রাজেশ গোপের চিকিৎসা সহায়তায় প্রদান করলেন নাসিরনগর আধুনিক হাসপাতাল
---
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা সদরের জিতু গোপের ছেলে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র রাজেশ গোপের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন নাসিরনগর আধুনিক প্রাঃ হাসপাতাল কর্তৃপক্ষ । আজ শুক্রবার বিকালে হাসপাতালে ম্যানিজিং ডিরেক্টর এর কক্ষে হাসপাতালের পক্ষ থেকে রাজেশের পিতা জিতু গোপের কাছে নগদ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন হাসপাতালে ম্যানিজিং ডিরেক্টর ও নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ রোকন উদ্দিন ভুইয়া ।এসময় হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ রায়হান আলী ভুইয়া,পরিচালক ডাঃ মুকবুল হোসেন,পরিচালক বীরেন্দ্র বিশ্বাস,পরিচালক বাবুল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান পেয়ে অশ্রুশিক্ত হয়ে পড়েন রাজেশের পিতা জিতু গোপ।
তিনি বলেন, আমি গরীব মানুষ।তার চিকিৎসার জন্য প্রায় ২০-২৫ লক্ষ টাকার দরকার যা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান, দেশী ও প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন তিনি। তবে রাজেশের চিকিৎসার জন্য আধুনিক হাসাপাতাল পরিবারের মত আরো অনেক হৃদয়বানরা পাশে দাঁড়িয়েছেন।
জানা যায়,কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৪-১৫ সেশন, ৯ম ব্যাচ’র মেধাবী শিক্ষার্থী ‘রাজেশ গোপ’,রেজি:নং১১৫০৫০১৮। রাজেশে’র দুটো কিডনি বিকল হয়ে পড়েছে। সে বর্তমানে ঢাকা পপুলার হাসপাতালে, অধ্যাপক ডাঃ মোঃ নিজাম উদ্দিন চৌধুরী’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।