সোমবার, ১লা জানুয়ারি, ২০১৮ ইং ১৮ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিএস শিক্ষকদের দু’দিনের কর্মবিরতি চলছে

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৬, ২০১৭
বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বিসিএস শিক্ষকদের দুইদিনের কর্মবিরতি চলছে। রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও নবীনগর সরকারি কলেজে শিক্ষকদের এ কর্মসূচি পালিত হচ্ছে।
বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ডাকা এ কর্মবিরতি কর্মসূচির কারণে এসব কলেজগুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে। নিয়মিত ক্লাস পরীক্ষা নেয়াও বন্ধ রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা। এছাড়া শিক্ষকদের কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইদিনের সব পরীক্ষাও স্থগিত করেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে গিয়ে দেখা গেছে শিক্ষককরা সব ধরনের দাফতরিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। এদিন মহিলা কলেজের পূর্ব নির্ধারিত ক্লাস পরীক্ষাও নেয়া হয়নি।
বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আরিফুর রহমান জানান, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানকার বেসরকারি কলেজগুলো সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আমাদের কোনো আপত্তি নেই, তবে ওইসব কলেজের শিক্ষকরা সাধারণ শিক্ষা ক্যাডারে আসতে চাইছেন। এটি কোনোভাবেই সম্ভব না।
তিনি আরও বলেন, বেসরকারি কলেজের শিক্ষকরা যদি সাধারণ শিক্ষা ক্যাডারে আসেন তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে ধাবিত হবে। আমারা এটি কোনোভাবেই হতে দিব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।