আশুগঞ্জে দুই হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান
---
সন্তোষ সূএধর, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই হাজার দুস্থ, অসহায় ও গরীব রোগীদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলার রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ” হার্ট টু হার্ট ফর হিউমেনিটি বাংলাদেশ ” এর সহায়তায় ও ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
ডা. ফারিয়া ফয়সাল মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সুজনের সভাপতি হাজী মিজানুর রহমান প্রমূখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে আগত ২৫ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এদের মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্নি শেষ করা চিকিৎসক রাজিয়া সুলতানা ফারিয়া গত বছরের ১৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ডা. ফারিয়ার স্মৃতির উদ্যেশ্যে তার পরিবার, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীরা ডা. ফারিয়া ফয়সাল মেমোরয়িাল ফাউন্ডেশন গঠন করেন। এই ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা প্রদানের পরিকল্পনা গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় আশুগঞ্জে দুই হাজার দুস্থ, অসহায় ও গরীব রোগীদের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।