নাসিরের ‘মৎস্য’ শিকার
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৩, ২০১৭
---
টানা জয়ের পর টানা হার। তাতে কী হয়েছে? দল এখনো সেরা চারে অবস্থান ধরে রেখেছে।
কয়েকদিন পর শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
আপাত অবসরটাকে কাজে লাগিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। ক্রিকেটে উইকেটের পাশাপাশি মৎস্য শিকারও তিনি ভালোই করতে পারেন। তার প্রমাণও দিয়েছেন ফেসবুকে।
বৃহস্পতিবার ‘মৎস্য’ শিকারের বেশ কিছু ছবি পোস্ট দিয়েছেন নাসির হোসেন।