বাধা না দিলে জনসমাগম রেকর্ড ছাড়াবে : আব্বাস
---
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার তো সব কাজে বাধা দেয়। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোকসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
আব্বাস বলেন, ‘ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) দেশে ফেরার সময় বিমানবন্দরে যেতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। এরপরও সেদিন কীভাবে নেতাকর্মীদের ঢল নেমেছিল তা দেশবাসী দেখেছে। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোকসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।’
বিএনপি নেতা আরো বলেন, ‘কী প্রয়োজন বাধা দেওয়ার? সমাবেশ করতে দিন নির্বিঘ্নে। জনগণের সমাবেশ করতে দিন। এরপর হয়তো আপনারাও করবেন। জনগণই সবকিছু বিচার করুক। গণতান্ত্রিক আচরণ করুন।’
মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মধ্যে স্বভাবতই আনন্দ কাজ করছে। সারা দেশ থেকে লোকজন আসবে। আশা করবে, সরকার জল, সড়ক, রেলপথ কোথাও বাধা দেবে না।’
এ সময় বিএনপির ভাইস সেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।