কলা পাতায় মোড়ানো ভাতের অভিনব পোশাক
---
নিউজ ডেস্ক : মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে অভিনব এক পোশাকে আসবেন মালয়েশীয় সুন্দরী সামান্থা কেটি জেমস। দেশটির জাতীয় খাবারের ওপর ভিত্তি করে বিশেষ গাউন তৈরি করা হয়েছে।
মালয়েশিয়ার সুন্দরী প্রতিযোগিতার উদ্যোক্তারা এ সপ্তাহে সেই গাউনটি জনসমক্ষে প্রকাশ করেছেন বলে বুধবার বিসিসির প্রতিবেদনে বলা হয়।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মিস ইউনিভার্স ফাইনালে ‘জাতীয় পোশাক’ বিভাগে তিনি এই পোশাক পড়ে প্রতিযোগিতার মঞ্চে উঠবেন। পোশাকটি তৈরি হয়েছে মালয়েশিয়ার জাতীয় খাবার ‘নাসি লেমাকে’র রেসিপি অনুসরণ করে। যার মধ্যদিয়ে কলা পাতায় মোড়ানো ভাতের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে অবশ্য মোড়ানো কলা পাতা উন্মুক্ত অবস্থায় দেখা যাচ্ছে। গায়ের পোশাকটি এখানে ভাত আকৃতি। কলা পাতার মাঝখানে ভাতের উপর কসুমযুক্ত একটি ডিম পোজ রাখা হয়েছে।
নাসি লেমাক হচ্ছে- নারকেল দুধে জারিত ভাত। যার সঙ্গে থাকে ডিম ভাজা, শশার টুকরা, ছোট-ছোট অ্যানচোভি মাছ ভাঁজা, বাদাম কিংবা বড়সড় একদলা ‘সাম্বল’ বা বাটা মশলার মতো নানা উপাদান। মালয় ভাষায় নাসি লেমাক কথাটার অর্থ হচ্ছে ‘মোটা ভাত’। অথ্যার্ৎ গ্রাম বাংলা মানুষ যে মোটা ভাতে খেয়ে অভ্যস্ত সেই ভাত।
সাধারণত এই পদটি কলাপাতায় মুড়ে পরিবেশন করা হয়, আর খাওয়া হয় সকালে। মিস ইউনিভার্স মালয়েশিয়া সামান্থা কেটি জেমস যখন পোশাকটি পরে কুয়ালালামপুরের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন, তখন গাউনের সঙ্গে যুক্ত কলাপাতার ডানাগুলো যাতে ভেঙে না যায় সে জন্য তাকে অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে।
বিশেষ এ পোশাক তৈরি করতে চারশো ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।