পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছেন নওয়াজ শরীফ!
---
আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন’র সভাপতি নওয়াজ শরীফ ব্রিটেন থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার একদিন পর তাকে একাউন্টাবিলিটি কোর্টে হাজির হতে হচ্ছে। স্ত্রী কুলসুম নওয়াজের ক্যান্সার চিকিৎসার জন্য নওয়াজ শরীফ বেশ কিছুদিন ধরে লন্ডনে অবস্থান করছিলেন।
পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি আজ (বৃহস্পতিবার) সকালে ইসলামাবাদের বেনজির ভূট্টো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে পরিবারের লোকজন ও দলের নেতারা স্বাগত জানান। বিমানবন্দরের রাওয়াল লাউঞ্জ পর্যন্ত নওয়াজ শরীফের নিরাপত্তা দিয়ে নিয়ে যায় এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স বা এএসএফ।
সেখানে আগে থেকেই একাউন্টাবিলিটি কোর্টের একটি টিম অপক্ষো করছিল। রাওয়াল লাউঞ্জে পৌঁছে নওয়াজ শরীফ আদালতের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানায় সই করেন। এরপর তিনি তার বাসভবন পাঞ্জাব হাউজের উদ্দেশ্যে রওয়ানা দেন। আজই তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন।-পার্সটুডে।
এদিকে, বিমানবন্দরে এএসএফ’র পক্ষ থেকে নওয়াজ শরীফকে এস্কর্ট দেয়ার সমালোচনা করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।