বাংলাদেশের মাহমুদা পেল নাসা গদার্দ ইনোভেটর এ্যাওয়ার্ড
---
নিউজ ডেস্ক : বাংলাদেশের মেয়ে মাহমুদা সুলতানা নাসা গদার্দ ইনোভেটর অব দি ইয়ার এ্যাওয়ার্ড পেয়েছে। ন্যানোম্যাটারিয়ালস ও মহাকাশে ব্যবহারের জন্যে ক্ষুদ্র ডিটেকটরস ডিভাইস তৈরির জন্যে নাসা রিসার্চ ইঞ্জিনিয়ার মাহমুদা এ বছরের জন্যে এ পুরস্কার পান। তার এ আবিস্কারকে বৈপ্লবিক বলে অভিহিত করছেন নাসার কর্মকর্তারা।
মাহমুদা যে এ্যাওয়ার্ড পেয়েছেন তা প্রযুক্তিতে অসামান্য অবদান রাখার জন্যে গদার্দ স্পেস ফ্লাইট সেন্টার ইন্টারনাল রিচার্স এন্ড ডেভলভমেন্ট বা আইআরএডি’র পক্ষ থেকে প্রতিবছর দেওয়া হয়। প্রতিষ্টানটির প্রধান পিটার হফস বলেছেন, মাহমুদার আবিস্কারে নতুনত্বের ধারা রয়েছে এবং সৃজনশীল চিন্তাবিদ হিসেবে তার এ কারিগরি দক্ষতা বেশ দৃঢ়।
মাহমুদা তার বাবা মা’র সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করতে শুরু করার পর ২০১০ সালে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংএ এমআইটি থেকে পিএইচডি করেন। নাসায় কার্বন ধাতব গ্রাফিন নিয়ে মাহমুদা গবেষণা শুরু করেন। এ ধাতবটি ইস্পাত থেকে ২’শ গুণ বেশি শক্তিশালী, স্পর্শকাতর ও তাপমাত্রা সহ্য করতে পারে।