নারীরাও আজ নিজেকে প্রতিষ্ঠিত করছে
---
সাবিকুন নাহার, ব্রাহ্মণবাড়িয়া : সমাজ, জীবন, রাষ্ট্রের প্রথমটি কর্মকান্ডে আজ পুরুষের পাশাপাশি নারীরা মানে মেয়েরা আজ দায়িত্ব পালন করছেন। আমরা আজ বহিবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে নিজেকে সু-শিক্ষিত করার শতভাগ চেষ্টা চালাচ্ছি। দেশের অর্থনৈতিক কর্মকান্ডের চাকা গতিশীল করে তুলতে আমরা নারীরা সক্রিয় দায়িত্ব ভূমিকা পালন করছি। সংসার জীবন থেকে শুরু করে অফিস-আদালত , সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, হাসপাতাল সবকিছু মাঝে পুরুষের সমান তালে নিজেকে পদ মর্যাদা অনুযায়ী সকল কর্মকান্ডে নিজেকে কাজে লাগাচ্ছি। একজন নারী ভূমিকা আজ দেশের সব জায়গায় প্রশংসনীয় হচ্ছে। তাই নারী হিসেবে আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো আগে পড়াশোনা। সার্মথ্য না থাকলে পড়াশুনার পাশাপাশি অবসর সময়টুকুতে ফাঁকে ফাঁকে পার টাইম কিছু করে নিজের এবং পরিবারের জন্য অর্থনৈতিক আয় করে জীবনের থেমে যাওয়া গতিকে কাজে লাগাতে পারি।
এতে তার নিজের হাত খরচ যোগাড় হবে, পরিবারের উপর চাপ কমবেএবং পরিবারকে অর্থ সাহায্য করতে পারলে সেই সাথে আমার উপরে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।ভবিষ্যৎ যেকোন কাজ করা সাহস পাওয়া যাবে। আমরা আজ বাল্যবিবাহ প্রথা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছি। একজন নারী সমাজের চোঁখে যেমন মা আবার একজন নারী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে আজ বসেছে। আমরা সমাজের শিকল বন্দি সে কালো অধ্যায় থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পেরেছি। —-চলমান