g ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমা গড়ার কাজ অনেকটাই শেষ, চলছে রঙতুলির কাজ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমা গড়ার কাজ অনেকটাই শেষ, চলছে রঙতুলির কাজ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৫, ২০১৭

---

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : দশ হাতে দশ চক্র নিয়ে দেবী দুর্গা আসছেন অশুভ শক্তি বিনাশ করতে। পঞ্জিকা মতে,সনাতনধর্মী দুর্গোৎসবের মহাষষ্ঠী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার এবং বিজয়া দশমী ৩০ সেপ্টেম্বর।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলাশহরসহ বিভিন্ন উপজেলায় মূর্তি গড়া কাজ অনেকটাই শেষ পর্যায়ে। পোশাক আর গহনা পরানো হলেই ঢাক-ঢোল, সানাই বাজিয়ে দেবী দুর্গা উঠবে বেদিতে। রঙতুলির শেষ আচড় দিয়ে দুর্গা দেবীর মূর্তিকে পরিপূর্ণ রূপ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা। মৃৎশিল্পিদের চোখে ঘুম নেই। দশ হাতে দুর্গা দেবীর ত্রিশুল দিয়ে অসুরকে বধ করা দৃশ্য প্রতিটি পূজা মণ্ডপে। দেবী দুর্গার সঙ্গে বিদ্যার দেবী স্বরসতী, ধনসম্পদের দেবী লক্ষ্মী এবং দেবতা কার্তিক, গনেশসহ নানা প্রতিমার রূপকে শিল্পীরা ফুটিয়ে তুলছেন নিপুণ হাতের ছোঁয়া। গ্রামে, পাড়ায়, মহল্লায় হিন্দু পরিবারগুলোতে দুর্গোৎসবের সাজসাজ রব।

পূজার কাজের ব্যস্ততা নিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকার রঘুনাথ জিউর আখড়ায় মৃৎশিল্পী রবি পালের সঙ্গে কথা হয় তিনি বলেন, এবছর আমরা ১৩/১৪টি পূজা মণ্ডপের কাজ করছি। গত দুই মাস ধরে আমাদের প্রতিমা তৈরির কাজ চলছে। দিন যতই ঘনিয়ে আসছে আমাদের ব্যস্ততাও ততই বাড়ছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তথ্যানুযায়ী চলতি বছর জেলাজুড়ে ৫১৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৭৩টি মণ্ডপ, আশুগঞ্জ উপজেলায় ১৫টি, সরাইল উপজেলায় ৪৮টি, নাসিরনগর উপজেলায় ১৩২টি, নবীনগর উপজেলায় ৯৫টি, বাঞ্ছরামপুর উপজেলায় ৩৮টি, কসবা উপজেলায় ৪২টি ও আখাউড়া উপজেলায় ১৮টি এবং বিজয়নগর উপজেলায় ৫৮টি মণ্ডপ রয়েছে।

এ ব্যাপারে জেলা পূজা উদ্যাপন পরিষদ কমিটি সূএে জানান, প্রশাসনের সঙ্গে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হচ্ছে। পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে। আমরা আশা করছি সবার সহযোগিতায় এবারও শান্তিপূর্ণভাবেই পূজা সম্পন্ন করতে পারবো।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ইকবাল হোসাইন জানান, আমরা অতিশ্রীঘ্রই জেলা উদ্যাপন পরিষদের সাথে আলোচনায় বসব। শান্তি -শৃঙ্খঙ্গলা বজায় রাখার স্বার্থে যা করণীয় আমরা সব ব্যবস্হায় করব। এছাড়া যেখানে পূজাঁ মণ্ডপগুলোর কাজ চলছে সেখানে আমাদের মোবাইল টিম কাজ করছে।

এ জাতীয় আরও খবর