g দুস্থ্য নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা ফাউন্ডেশনের নতুন মাইলফলক স্পর্শ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

দুস্থ্য নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা ফাউন্ডেশনের নতুন মাইলফলক স্পর্শ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৪, ২০১৭

---

ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর : দরিদ্র,হতদরিদ্র,প্রতিবন্দ্বী,অসহায়,স্বামী পরিত্যক্তা,বিধবা নারীদের সুদমুক্ত ১১ কোটি ২০ লাখ ৫ হাজার টাকা ঘূর্নায়মান পদ্ধতিতে ক্ষুদ্র ঋণ দিয়ে আজ নতুন মাইলফলক এবং এক অনন্য মানবিক উচ্চতায় আসীন হয়েছে বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাধারন জনগন।আর এই মাইলফলক স্পর্শ করে আজ (বৃহস্পতিবার) ৪৫তম ক্ষুদ্রঋণ দিবস উপলক্ষে যখন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্ঠা(হিসাব ও অর্থ) এবং ইষ্টওয়েষ্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী সকাল ১১টায় বাঞ্ছারামপুর সদরস্থ দূর্গারামপুর গ্রামে ৪ শত ৬৬জন নারীকে ৪৪ লক্ষ ৭০ হাজার টাকা বিতরন করা হয়।

বসুন্ধরা ফাউন্ডেশন সুদ ও সার্ভিস চার্জ বিহীন ঋণ বিতরন করে বাঞ্ছারামপুর উপজেলার ১৫ হাজার ১ শত ৪৩জন সমাজের সুবিধা বঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বীকরতে চেষ্টা করে যাচ্ছে প্রায় ১ যুগ ধরে।বর্তমানে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩২ টি গ্রামের মধ্যে ৭৭ টি গ্রামে ৩০ টি বিভিন্ন বাস্তবমুখী স্কীম/কমসূচীর আওতায় ঋণ সহায়তা দিয়ে আসছে।উল্লেখ্য,বসুন্ধরা ফাউন্ডেশন উপকারভোগী দরিদ্র ও হতদরিদ্র লোকদের কাছ থেকে কোন প্রকার আমানত বা সঞ্চয় গ্রহন করে না।ঋণগ্রহীতাদের গ্যারান্টারের প্রয়োজন না হলেও,অবাক করা বিষয় হচ্ছে ঋণ আদায়ের হার সব সময় শতভাগ।কেউ টাকা নিয়ে পালিয়ে যায়নি বা মেরে দেয় নি।

আজ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো.হযরত আলী বলেন,-‘বাংলাদেশে হত দরিদ্রদের জন্য এমন কেউ/প্রতিষ্ঠান আছে কি-না আমার জানা নেই যে,-বছরের পর বছর বসুন্ধরা ফাউন্ডেশনের মতো নিয়মিত সুদবিহীন ক্ষুদ্রঋণ বিতরন করে নারীদের স্বাবলম্বী করে আসছে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান বলেন,-‘বসুন্ধরা ফাউন্ডেশন নিজেদের প্রকৃত মূলধন ১ কোটি ৫২ লক্ষ টাকা পূজি লগ্নি করে বিনা সুদ ও লাভবিহীন নিয়মিত কায্যক্রম চালাবেন,এমন নজীর বিরল।আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানাই।সারা দেশে বিত্তবানরা যদি এমনটি চালু করতো…’।

এ জাতীয় আরও খবর