g ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ফেরাতে পারে: বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২রা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ফেরাতে পারে: বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : রাখাইনে বর্বর সংখ্যালঘু নিধন অভিযান চললেও, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের প্রতি সমর্থন দিয়েছে ভারত। আর প্রতিবেশী বাংলাদেশের ঘাড়ে চেপেছে বাস্তুহারা বিপুল মানুষের চাপ। দিন যতো গড়াচ্ছে ততোই জটিল হয়ে সমাধানের বাইরে চলে যাচ্ছে ভয়াবহ মানবিক এ সমস্যা। এ নিয়ে আন্তর্জাতিক মহলের নানামুখী চাপেও নিজেদের অবস্থানে অটল রয়েছে অং সাং সুচির দেশ।

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দৃষ্টিভঙ্গি ফেরাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারত। বাংলাদেশের বরাত দিয়ে তারা বলছে, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে পাশে চাইছে বাংলাদেশ।’ ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর মতামত নিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘ভারতের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বেশ ভালো, তাছাড়া প্রতিবেশী এ তিনটি দেশই একযোগে আঞ্চলিক জোট বিমসটেক’র সদস্য। তাই মিয়ানমার থেকে বিতাড়িত এসব রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের মনোভাব পরিবর্তনে বড়ো ভূমিকা রাখতে পারে ভারত।’

এছাড়া টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, এই মানবিক সমস্যা সমাধানে একটি পরিকল্পনার কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। এর আওতায় রয়েছে, রাখাইন রাজ্যে সংখ্যালঘু নিধন বন্ধের আশ্বাস, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিধান করা, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়া ও কফি আনান কমিশনের সঙ্গে একমত হয়ে আন্তর্জাতিক মহলের পরামর্শ অনুযায়ী নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে নেয়ায় মিয়ানমারের প্রতিশ্রুতি।

এ জাতীয় আরও খবর